রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চার ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত সময় শেষে ৪০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলতায়নে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটার শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটে কোনো অনিয়ম নেই। বৃষ্টির কারণে কিছুটা উপস্থিতি কমলেও সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেক ভালো।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইসি রাশেদা সুলতানা বলেন, কারও কোনো এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: