পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটির বেশি পরিশোধ করেছে সেতু বিভাগ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সকাল ১০টার দিকে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক তুলে দেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ সংশ্লিষ্টরা।
সর্বশেষ চেক হস্তান্তরের মধ্য দিয়ে কিস্তিতে ৬ হাজার ৩২৯ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ১৪২ টাকা সরকারকে পরিশোধ করল সেতু বিভাগ।
গত ৫ এপ্রিল ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা দেয়ার মধ্য দিয়ে ঋণ পরিশোধ শুরু করে সেতু বিভাগ।
অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যকার চু্ক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য স্বল্প সুদে ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক।
২০২২ সালের ২৬ জুলাই হওয়া সংশোধিত চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩৫ বছরে ঋণ পরিশোধ করবে। প্রতি বছর চারটি করে ১৪০টি কিস্তি দেয়া হবে ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত।
আপনার মূল্যবান মতামত দিন: