জাতীয় সংসদে ২০২৩-২৪ নতুন অর্থ বছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন। বাজেটের ওপর সদস্যদের আলোচনার পরে বাজেট পাস হবে।
আজ বুধবার (৩১ মে) সংসদের অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সচিবালয় থেকে জানান হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এবারের বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ সংসদের এই ২৩তম অধিবেশন চলবে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত। ২৬ জুন বাজেট পাস হওয়ার পরে ঈদুল আজহার ছুটির কারণে ২ জুলাই পর্যন্ত বৈঠক মুলতুবি করা হবে। সংসদের বৈঠক প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে।
আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়নের তালিকায় এবার রয়েছেন আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, ড. প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী এবং বেগম আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের ক্রমানুসারে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে আজ বিকেল ৩টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতুবি করা হয়।
এসটি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: