ভারত ফেরত যুবকের করোনা শনাক্ত, পরিবারসহ লকডাউন

নিজস্ব প্রতিবেদক | ১৩ মে ২০২১, ০৭:৫৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারতফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৭ বছর। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভার ৬নং ওয়ার্ডের বরপা এলাকায়। জেলা করোনা বিষয়ক কর্মকর্তার ধারণা, এটি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট।

বুধবার (১২ মে) উপজেলার তারাব এলাকায় আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য লাল পতাকা টানিয়ে পুরো বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরজাহান আরা খাতুন বলেন, আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা একান্ত জরুরি বিধায় বাড়িটি পুরোপুরিভাবে লকডাউনের আওতায় রাখা হয়েছে।

জানা যায়, আক্রান্ত ব্যক্তি গত কয়েক বছর ধরে ভারতের চেন্নাইতে কাজ করতেন। সেখানে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি গত ৯ মে চোরাই পথে অবৈধ পন্থায় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রথমে তিনি বিমানে আখাউড়া পর্যন্ত আসেন। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ১০ মে থেকে তাকে নজরদারিতে রাখা হয়।
সেদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ মে রাতে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে সকালেই উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই যুবকের বাড়ি লকডাউন করে দেন। একই সাথে তার পরিবারের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। ওই যুবক ও তার পরিবারের কোন সদস্য ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর