গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মার্চ ২০২৩, ০৩:২৬

সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণভবনে এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী- এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান।  

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

এর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা হবে জানিয়ে হাসান জাহিদ তুষার বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছ্রসাধন করবেন।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক সায়েম খান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর