দেশে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’।
সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। ‘চিতা’কে পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
র্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল ‘চিতা’। এসময় কুকুরটি নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ জন। ক্ষতিগ্রস্ত ভবনটির নাম ‘কুইন টাওয়ার’।
আপনার মূল্যবান মতামত দিন: