বন্ধ হচ্ছে পেঁয়াজ আমদানি, দাম বাড়ার আশঙ্কা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ মার্চ ২০২৩, ২০:৩৩

সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য সরকারের দেওয়া অনুমতি শেষ হচ্ছে বুধবার (১৫ মার্চ)। এতে করে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ গণমাধ্যমকে বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। নতুন করে অনুমতি দেওয়া না হলে বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। সরবরাহ কমে গেলে পেঁয়াজের দাম বেড়ে যাবে।

আমদানি কারক মাহাবুর রহমান বলেন, আর কয়েকদিন পরই শুরু হবে রোজা। এ সময় দেশে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। ফলে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সরকার বন্ধ করলে দাম হাতের নাগালের বাইরে চলে যাবে। পেঁয়াজ আসছে এগুলো আগের আইপি করা। এখন নতুন করে আইপি খুললে এর সময় আজই শেষ হয়ে যাবে। নতুন করে আমদানির অনুমতিপত্র না দিলে রোজার মধ্যে বাজার অস্থিতিশীল হয়ে যাবে। ফলে কিছু ব্যবসায়ী এর সুযোগ নেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর