রাজধানীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়। বুধবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৪ এর একটি দল মঙ্গলবার (১৪ মার্চ) দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৭ মে এক কিশোরী এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানা এলাকায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে একটি দর্জি দোকান হয়ে বাসায় ফেরার সময় আসামি ও তার সহযোগীরা ওই কিশোরীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে তাকে আশুলিয়ার ইপিজেট এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর বাবা মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করলে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
আপনার মূল্যবান মতামত দিন: