রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, 'দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, কারণ তার বার্ন নাই। যে ১০ জন আছে তার মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা আছেন এসডিইউতে। চিকিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ পারসেন্ট, কারো ৯০ পারসেন্ট, কারো ৫০ পারসেন্ট দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।'
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাততলা ভবনে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬টি হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল থেকে ১টি মরদেহ আগেই স্বজনরা একরকম জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: