
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতাররা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেন।
এ বিষয়ে বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান খন্দকার আল মঈন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: