উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত, আহত হেডমাঝি

সময় ট্রিবিউন | ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:১৬

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। তার নাম নুর কায়েস (২৫)। অপর ঘটনায় আবদুর রহিম (৩৮) নামে এক হেডমাঝি গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২ তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গুলিতে নিহত রোহিঙ্গা নারী ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েস (২৫) এবং গুলিবিদ্ধ আহত হেড মাঝি আবদুর রহিম (৩৮) উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ-ব্লকের প্রধান মাঝি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ইস্ট ব্লক বি-৫৭ এলাকায় আরাফাত হোসেন নামে এক আরসা সদস্য নুর কায়েসের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ নুরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। নিহত নুর ওই ব্লকের নজুমউদ্দীনের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজকে উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিত মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, একইদিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর