আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ হতে পারে আগামীকাল

সময় ট্রিবিউন | ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৮

ছবিঃ সংগৃহীত

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসবে আগামী মঙ্গলবার। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পর আগামীকাল পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করতে পারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

উল্লেখ্য, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা ও ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী জানান, আগামীকালের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়টি আসতে পারে। কাকে সমর্থন দেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নামগুলোর কোনো ভিত্তি নেই বলেও জানান এই নেত্রী।

রাষ্ট্রপতি পদে যাঁদের নাম আলোচনায় আছে, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা মসিউর রহমানের নাম বেশি আলোচিত হচ্ছে দলে। এর বাইরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এখনো নিজের পছন্দের কথা প্রকাশ করেননি। এ জন্য দলের নেতারা নানা নাম নিয়ে আলোচনা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর