নওগাঁয় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

সময় ট্রিবিউন | ২০ জানুয়ারী ২০২৩, ০১:৫০

ছবিঃ সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও এ তথ্য জানানো হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। আস্তে আস্তে আবহাওয়া আরও নিম্নমুখী হতে পারে।’

এ ছাড়াও পঞ্চগড়ে আজ সকালে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পুরো উত্তরবঙ্গেই শীতের তীব্রতা বেড়েছে। শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে উত্তরের জেলাগুলোতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর