মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২৭

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০৫:০৬

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনু-প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোরে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।

মহেশপুর খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়।

আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট, বরিশালসহ দেশের বিভিন্ন বলে জানা যায়। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর