ঘাটে ঘরমুখো যাত্রীর চাপ: অনুমতি মিলল ফেরি চলাচলের

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০২:১৬

ছবি: সংগৃহীত

যাত্রীর চাপ সামলাতে অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি। একইসঙ্গে ফেরীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় ঘাট এলাকায় ছোট গাড়ির লম্বা লাইন তৈরি হয়ে।

এর মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পারাপারে একটি ফেরি পাটুরিয়া ঘাটে ভেড়াতে গেলে যাত্রীরা দৌড়ে সেখানে ওঠার চেষ্টা করেন। ঘাট পারাপারে মরিয়া হয়ে পড়েন যাত্রীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর