প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বুধবার

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১০

সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সরকার প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন দোরাইস্বামী।

কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি মাসের শেষের দিকে ঢাকায় দায়িত্ব পালন করতে আসবেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বর্তমান হাইকমিশনার দোরাইস্বামীও চলতি মাসে নয়াদিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাতের শিডিউল চূড়ান্ত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

করোনা মহামারির মধ্যে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করতে আসা কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশ-ভারতের সম্পর্কের সোনালী অধ্যায়কে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করায় সরকার প্রধানের প্রশংসা পাবেন বলে মনে করছেন কূটনৈতিক সূত্র।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর