তেলের উচ্চমূল্য সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে : স্পিকার

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৫

সংগৃহীত

তাসখন্দে চলমান ‘স্পিকার্স অব পার্লামেন্ট সামিটে’ অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের উচ্চমূল্য সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব  ফেলছে। রপ্তানি উন্নয়নের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের স্বার্থে প্রণোদনা জরুরি।

গতকাল উজবেকিস্তানের তাসখন্দে ‘স্পিকার্স সামিট’-এ স্পিকার এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সেশনে সভাপতিত্ব করেন ‘সিনেট অব উজবেকিস্তানের  চেয়ারউইমেন তানজিলা নারবিভা। সূচনা বক্তব্য রাখেন আইপিইউর প্রেসিডেন্ট মি. দুয়ার্তে পাসিকো।

সেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্পিকাররা তাঁদের অভিমত তুলে ধরেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরে  পৌঁছলে তাঁকে স্বাগত জানান সিনেট অব উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভা ও উজবেকিস্তানের সংসদ সদস্যরা। স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সাগুফতা ইয়াসমিন এমপি, পারভীন হক সিকদার এমপি, আদিবা আনজুম মিতা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম, যুগ্মসচিব সুমিয়া খানম ও সার্জেন্ট এট আর্মস মিয়া মোহাম্মদ নাঈম রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর