চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলিতে এক বাংলাদেশী নিহতের অভিযোগ করেছেন স্থানীয়রা।
নিহত বাংলাদেশীর নাম, ভদু (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে।
এ ঘটনায় মুন্সিপাড়া মাওলানা পাড়ার আজিজুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম (২৩) আহত হয়েছেন, তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় বিএসএফের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেনের এর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: