এক সপ্তাহ পর কমতে পারে চালের দাম

আফিফ আইমান | ১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭

সংগৃহীত

আমদানি শুল্ক ১৫ শতাংশ কমানোয় প্রতি কেজিতে চালের দাম কমতে পারে দুই থেকে চার টাকা পর্যন্ত। এর জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে অন্তত এক সপ্তাহ। তবে আমদানিকারকদের দাবি, ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় শুল্ক কমানোর সবটা কমবে না দেশের চালের বাজারে।

চাল আমদানিকারক চিত্ত মজুমদার জানান, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে প্রতি টন মোট চাল বিক্রি হচ্ছে ৩৮০ ডলার, যা সপ্তাহ আগে ছিলো ৩৬৫ ডলার পর্যন্ত। সেখানেই কেজি প্রতি চালের দাম বেড়েছে দুই টাকা।

তিনি জানান, এই দামে ভারত থেকে আমদানি করার পর ঢাকা পর্যন্ত পরিবহনসহ আনুষঙ্গিক খরচসহ কেজি প্রতি খর হয় চার টাকা। তাই ভারত থেকে আনা মোটা চালের গড় দাম ৪৮ টাকা এবং সরু চালের দাম ৬৮ টাকা হতে পারে।

তবে দু’চার টাকা কমে এই চাল পেতে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। তাই শুল্ক কমানোর প্রভাব বাজরে নেই। খুচরা, পাইকারি সবখানেই আগের বাড়ন্ত দামেই চাল বিক্রি হচ্ছে।

এদিকে পাইকারদের দাবি, আমদানির খবরে এরই মধ্যে মিলার পর্যায়ে মজুদ করা চাল বাজারে ছাড়তে তোড়জোড় শুরু হয়েছে। ফলে অন্য চালের দামও কমবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর