একদিনের সফরে সিলেট যাবেন শিক্ষামন্ত্রী

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ১৯ জুলাই ২০২২, ০০:২৭

সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি ১৮ জুলাই সোমবার সকালে সিলেট জেলা সফরে আসছেন। ১৪ জুলাই বৃহস্পতিবার মাননীয় মন্ত্রীর দপ্তর থেকে মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সফরসূচি নিশ্চিত করা হয়। 

সফরসূচি অনুসারে শিক্ষামন্ত্রী সকাল ০৬:৪৫ ঘটিকায় সড়কপথে ঢাকা হেয়ার রোডস্থ বাসা হতে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা। সকাল ০৮:০০ ঘটিকায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিতি ও বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা। সকাল ০৮:৫০ ঘটিকায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর উপস্থিতি। সকাল ০৯:১৫ ঘটিকায় সিলেট সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। 

সকাল ১০:০০ ঘটিকায় সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের (সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার ও পাইলট প্রজেক্টের আওতাসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

সকাল ১১:০০ ঘটিকায় সিলেট ওসমানী নগরের তাজপুর ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১২:১৫ ঘটিকায় তাজপুরে উপস্থিতি ও একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকাল ০৩:৩০ ঘটিকায় হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত করবেন। পরে বিকাল ০৪:৫০ ঘটিকায় বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর