দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা টানা আট দিনের ছুটি শেষে আজ শনিবার থেকে চালু হয়। এর আগে ঈদুল আযহা উপলক্ষ্যে গত ০৮ জুলাই থেকে ১৫ জুলাই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান জানান, রাপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: