-2022-07-12-12-17-57.jpg)
এবারের ঈদে সারা দেশের সড়ক-মহাসড়কের অবস্থা ভালো ছিল। তবে বিভিন্ন স্থানে যে যানজট হয়েছে, সেটা ব্যবস্থাপনার ত্রুটির কারণে বলে জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১২ জুলাই) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হয়েছে অতি প্রয়োজনে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেও মোটরসাইকেল চলেছে। তবে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কারণেই দুর্ঘটনা কমেছে।
ওবায়দুল কাদের বলেন, এ বছর যেসব জায়গায় সড়কে ত্রুটি হয়েছে, এগুলো বিবেচনায় নিয়েই ভবিষ্যতে ব্যবস্থা নেয়া হবে।
তিনি মনে করেন, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন সব পক্ষেরই দায় রয়েছে এবারের যানজট ব্যবস্থাপনা ত্রুটির পেছনে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সেতুমন্ত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: