করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী খাদ্য সহায়তা তুলে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে নৌ-পরিবহন শ্রমিক, লঞ্চ ঘাট শ্রমিক, ডেকরেটর শ্রমিক, নরসুন্দর, প্রতিবন্ধী এবং বিধবা নারীদের হাতে এই সহায়তা তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজ-সহ অন্যান্য খাদ্য সামগ্রী। বিভিন্ন শ্রেনীপেষার ৩৮৬ জন কে এই সহায়তা দেয়া হয়েছে।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বরগুনার পৌর শহরসহ বিভিন্ন এলাকার মানুষ ফোন করে ৩৩৩ (ত্রিপল থ্রি) এর মাধ্যমেও বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী খাদ্য সহায়তা পেয়েছেন। ত্রিপল থ্রি’তে ফোন করার পরে মধ্য বিত্তসহ বিভিন্ন স্তরের মানুষের বাড়ীতে বরগুনা জেলা প্রশাসন পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।
খাদ্য সহায়তা বিতরণের আগে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচী অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকে তাই ত্রিপল থ্রি’র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়ীতে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: