
সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছায় পুকুরের পানিতে ডুবে সানজিদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু সানজিদ হোসেন সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামের সোনাউল্লাহর ছেলে।
শিশুর বাবা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো সানজিদ। কোন এক সময় সে পানিতে ডুবে যায়। কিছুক্ষন পর তার মৃতদেহ ভেসে উঠলে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: