রোববার ঢাকায় বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

সময় ট্রিবিউন | ২৮ মার্চ ২০২১, ০৩:৩৩

ফাইন ছবি

নেতাকর্মী হতাহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের দেয়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও এদিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা বাস মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, সভায় পরিবহন ব্যবসায়ীরা একমত হয়েছেন, হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে তারা লোকসান গুনতে চান না।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে করা বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে ‍পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর