দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা–মোদি

সময় ট্রিবিউন | ২৮ মার্চ ২০২১, ০৩:১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: পিআইডি

দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। শীর্ষ বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশে আসা নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুই সরকার প্রধান প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক,যা চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। 

সফরের দ্বিতীয় দিন সকালে সাতক্ষীরা ও গোপালগঞ্জে মন্দির পরিদর্শন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকা ফেরেন মোদি।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করারও কথা রয়েছে দুই প্রধানমন্ত্রীর।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর