সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি: রেলপথমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ০০:১৪

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইলছবি

দেশে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার (০২ মে) তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ে একটি সরকারি সংস্থা। আমরা চাইলেই রেল চালু করতে পারি না। সরকার যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলবো। সরকার ট্রেন চলাচলের অনুমতি দিলে আমরা ট্রেন চলাচল শুরু করবো।

এর আগে গত ৩ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করছে।

এরই মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর