ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি দেশ বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতের সহধর্মিণী ডা. সাহিদা আখতার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (১ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা সাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে বারডেম হাসপাতালে কর্মজীবন শুরু করেন। তিনি একজন প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ হিসেবে সেখানে কর্মরত থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: