বিশ্বের যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩০ মে ২০২২, ০০:৪২

সংগৃহীত

বিশ্বের যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে বাংলাদেশ সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের শান্তির জন্য কাজ করে শান্তিররক্ষীরা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

রোববার (২৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ স্থানগুলোতে অনেক দেশই দায়িত্ব পালন করতে চায়নি। তবে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা স্পর্শকাতর স্থানগুলোতে‌ও কাজ করে সফলতা অর্জন করেছে।

মানবিক কাজের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা পৃথিবীর বিভিন্ন দেশের জনগণের আস্থা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। শান্তি রক্ষায় নিয়োজিতদের প্রশিক্ষিত করতে সরকার সবসময়ই সচেষ্ট বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর