আনভীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ০৪:০২

বসুন্ধরা গ্রুপের ব্যব্স্থাপনা পরিচালককে গ্রেপ্তারের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের ব্যব্স্থাপনা পরিচালককে গ্রেপ্তারের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

দেশের শীর্ষ ব্যবসায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না তা জানতে চেয়ে মানববন্ধন করেছে একটি সংগঠন। আনভীরের গ্রেপ্তারের দাবিতে ওই মানববন্ধন থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা দেখতে পেরেছি যারা অর্থ-বিত্তের মালিক, তারা বিভিন্নভাবে অপকর্ম করে পালিয়ে যায়। আবার কিছুদিন পরে দেশে ঢুকে আগের অবস্থানে চলে আসে। সিভিল এভিয়েশন বলছে এক কথা, পুলিশ বলছে আরেক কথা। আমরা সুস্পষ্টভাবে জানতে চাই, আনভীর কোথায়? কেন গ্রেপ্তার করা হচ্ছে না?

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধারের পর তার বড় বোন নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় মামলা করেন।

ওই কলেজছাত্রীকে আনভীরের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল অভিযোগ করে বিদেশে পাড়ি দেওয়াদেরও দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবি জানান মেহেদী।

এই ঘটনাটি নিয়ে গণমাধ্যমের একটি অংশ ওই কলেজছাত্রীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মেহেদী বলেন, বসুন্ধরা গ্রুপের সাতটি মিডিয়া হাউজ বিভিন্নভাবে মুনিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই মিডিয়াগুলো বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বসুন্ধরা এমডির অপকর্ম ঢাকতে তারা সরব ভূমিকা পালন করছে।

মামলার বাদীকেও হুমকি দেওয়ার খবর শুনেছেন জানিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান মেহেদী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর