শিক্ষাঙ্গনে নেতার নামে স্লোগান অশোভনীয়: নওফেল

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২২, ১০:৩৭

মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষাঙ্গনে নির্দিষ্ট ব্যক্তি বা নেতার নামে দেয়া স্লোগানকে অশোভনীয় বলে উল্লেখ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে রাজনীতির নামে কোন ধরনের মারামারি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। স্লোগান আর পদ পাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয় না। একইসঙ্গে শিক্ষাঙ্গনে নির্দিষ্ট ব্যক্তি বা নেতার নামে স্লোগান দেয়াও শোভনীয় নয়।

তিনি বলেন, পাঠক্রম আর শিক্ষাঙ্গনে কেবল শিক্ষা অর্জন করলে চলবে না। প্রায়োগিক, মাল্টিস্কিল অর্জন এবং মেধাশ্রম ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। শুধু মাত্র সনদ আর চাকরি পাওয়ার জন্য নয়, নিজেদেরকে গড়ে তোলার শিক্ষা অর্জন করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর