জয় হউক সকল শ্রমজীবী মানুষের

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২৩:২৭

ছবিঃ সংগৃহীত

জয় হউক সকল শ্রমজীবী মানুষের

সাইদুল ইসলাম সাঈদ

যার হাতে বই,খাতা,কলম থাকবে তার হাতে আজ হাতুড়ি,তাকে দিয়ে শক্ত ও কঠিন কাজ করানো হচ্ছে।
এ দ্বোষ কি ঐ শিশুর?
বা শুধুই তার পরিবারের? না,
আশেপাশের আমাদের সকলের।
আমরা হয়তো আমার পাশের পরিবার বা সমাজ নিয়ে নিজের মত করে ভাবিনা বা বাস্তবের চেষ্টাটুকুও করিনা।
এটাই অন্যতম কারণ।

আসলে আমরা কি শ্রমিকদের ব্যাপারে কখনো গভীর চিন্তা করে দেখেছি?
শ্রমিক কারা?
শ্রমিক বলে- আমরা একটি নির্দিষ্ট শ্রেণির লোকদেরকে আলাদা করে দেখছি।

আমি শ্রমিক বলতে; চালক, মিস্ত্রি, জেলে,কামার,কুমার,ব্যবসায়ী,ডাক্তার, চাকুরীজীবী,প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি ছাত্রসহ সকল পেশার এবং শ্রেণির মানুষদেরকেই বুঝি।

এমন কোনো পেশার লোক নেই যাকে আমার আপনার দরকার হয়না বা কাজে লাগেনা,
সেটা হোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।

আজ রিক্সাচালক বলে তাকে ভিন্নভাবে দেখছি,একজনকে মেথর বা নাপিত বলে গালি দিচ্ছি, একবারের জন্যেও কি অন্তর দিয়ে ভেবেছি,আমাদের দৈনন্দিন জীবনে রিক্সাচালক, মেথর বা নাপিতের কতটা প্রয়োজন!
তারা না থাকলে আজ নিজেকেই এই কাজগুলো করতে হতো।

মহান মনিষী, মহানবী (সঃ) বলেছেন,
"শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরী দিয়ে দাও।"
আমরা তা কতটুকু মানি বা করি?
নিজের কাছেই প্রশ্ন রইলো।

তাই আসুন,
আমরা শ্রমিকদের সম্পর্কে সচেতন হই,
আমাদের নিজেদের সম্পর্কে সচেতন হই।

সময় এসেছে আমাদের ভাবনার,
সময় এসেছে মানসিক উন্নতির,
সময় এসেছে শিক্ষার,
সময় এসেছে তা বাস্তবায়নের।

আমি,আপনি,আমরা সকলে সচেতন হই,
আমাদের অন্য ভাই বোনদের পেশার
গুরুত্ব ও মূল্যায়ন দেই।

তাহলেই আমরা গড়তে পারবো-
অসাম্প্রদায়িক বাংলাদেশ,
সুষ্ঠু,শান্তি ও সুন্দর একটা পৃথিবী!

"জয় হোক সকল শ্রমজীবী মানুষের"
"জয় হোক আমাদের"


লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর