ঢাকা পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস

নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ ২০২২, ০৮:৫১

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস

সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার ওয়াশিংটনে ফিরে যাওয়ার এক মাসেরও বেশি সময় পর ঢাকা এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস।

আজ মঙ্গলবার তিনি ঢাকায় এসে পৌঁছান।

ঢাকায় মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, পিটার হ্যাস এর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক অ্যাকটিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের ডিসেম্বরে মার্কিন সিনেট পিটার ডি হ্যাসকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

হ্যাস এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে বাণিজ্যনীতি ও সমঝোতা বিষয়ক উপ-সহকারী সচিব হিসেবে কাজ করেছেন এবং মার্কিন কনস্যুলেট জেনারেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পিটার হ্যাস এর আগে লন্ডন, রাবাত, ওয়াশিংটন, পোর্ট অব প্রিন্স ও বার্লিনে কূটনীতিক হিসেবে কাজ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর