ভাষাসৈনিক নাফিসা কবীর আর নেই

সময় ট্রিবিউন | ৮ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৩

নাফিসা কবীর। ছবি: সংগৃহীত

শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বোন ভাষাসৈনিক নাফিসা কবীর মারা গেছেন।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০বছর।

মাদ্রাসা-ই-আলিয়ার সাবেক প্রিন্সিপাল মওলানা হাবীব উল্ল্যার জ্যেষ্ঠা কন্যা নাফিসা কবীর ৫ ভাই ও ৩ বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়।

অত্যন্ত মেধাবী ও প্রতিভাসম্পন্ন ছাত্রী নাফিসা মাধ্যমিক পরীক্ষায় তৎকালীন ফেনী মহকুমার আমিরাবাদ হাইস্কুল থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন।

ছাত্রজীবনে ভাইদের সঙ্গে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যোগ দেন এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।

মানবতা, নারী-পুরুষের সমতা, সুশাসন, গণতন্ত্রের উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন নাফিসা কবীর। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর