অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পেছানো হয়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০২২।
মঙ্গলবার দুপুরে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা বৈঠকে বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে গ্রন্থমেলা শুরু হবে।
তিনি আরও আরও বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের ১৫ ফেব্রুয়ারি থেকে মেলার শুরুর প্রস্তুতি নিতে বলেছিল। সে অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা। তবে প্রকাশকরা প্রস্তাব দিয়েছেন, মেলার সময়সীমা বাড়িয়ে ১৭ মার্চ করতে। আমরা সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো।
বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে মেলা করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে, জানান জালাল আহমেদ।
আপনার মূল্যবান মতামত দিন: