সেন্টমার্টিনে প্লাস্টিক বর্জ্যে মাছের ম্যুরাল

সময় ট্রিবিউন | ১৬ জানুয়ারী ২০২২, ০৫:২৪

ছবি সংগৃহীত

সচেতনতা বাড়াতে সেন্টমার্টিনে করা হয়েছে বিশাল মাছের ম্যুরাল। এর বিশেষত্ব হচ্ছে তৈরির উপাদান। ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো ম্যুরালটি দূষণ রোধে সচেতনতা বাড়াতে তৈরি করা হয়েছে।

খণ্ড খণ্ড কাঠের টুকরোতে হাতুড়ির আঘাত আর শিল্পীর মননে তৈরি হয়েছে বিশাল আকৃতির এই মাছ। যেখানে আঁশের গাঁথুনি পাচ্ছে সেন্টমার্টিন বীচের পরিত্যক্ত বোতল, পাখনার রূপান্তর হচ্ছে চিপসের প্যাকেট। আর নীলাভ চোখ, সে তো পড়ে থাকা বলের খণ্ডিত অংশ।

কেজিএফ এর অর্থায়নে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সী বীচে মাছের এই ম্যুরালের উদ্যোক্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও চ্যানেল টোয়েন্টিফোর।

মৎস্য বিজ্ঞানী অধ্যাপক ড. কাজী আহসান হাবীব জানান, সৈকতে সচেতনতা তৈরিতে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য থেকে এ মাছ তৈরি করা হয়েছে।

কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস জানান, প্লাস্টিক বর্জ্যের কারণে দূষিত হচ্ছে মাছ। যার প্রভাব পড়ছে মানব শরীরেও। তাই গবেষণার পাশাপাশি সচেতনতা বাড়াতে এ প্রচেষ্টা।

একজন মানুষ তার গড় আয়ুষ্কালে কমপক্ষে ১৮ কেজি প্লাস্টিক বিভিন্নভাবে গ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর