আট বিভাগে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ১০ জানুয়ারী ২০২২, ০২:৩৫

ছবিঃ সংগৃহীত

মানুষের সেবা করাই আওয়ামী লীগের বড় কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিভাগীয় ও জেলা পর্যায়ে হার্ট, কিডনি ও ক্যানসার রোগীদের চিকিৎসা সম্প্রসারণের প্রতিশ্রুতি এই সরকারের নির্বাচনী ইশতেহারে ২০১৮ সালে আমরা উল্লেখ করেছিলাম। সেসব প্রতিশ্রুতি আমরা পালন করে যাচ্ছি।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ে আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।

এছাড়াও তিনি করোনার ব্যাপারে সচেতন হতে বলেন। তিনি বলেন, প্রায় ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা আমরা করে রেখেছি। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে আমরা সে ব্যবস্থা করেছি। এক্ষেত্রে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, কোন ধরনের অপপ্রচার ও গায়ে সুঁই ফোটানোর ভয়ে কেউ যেনো  টিকা নিতে ভয় না করে। সবার প্রতি অনুরোধ থাকবে করোনার নতুন ধরন ওমিক্রন থেকে বাঁচতে ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেবেন।  



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর