ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এদিকে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। শিশু, বৃদ্ধসহ অনেকে এখনো নিখোঁজ। লঞ্চটিতে আট শতাধিক যাত্রী ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: