রাজধানীর গুলশানের কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বলেছেন, আমার বোন (মুনিয়া) পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, সে কিভাবে আত্মহত্যা করে?
মঙ্গলবার রাতে ফেস দ্যা পিপল নামের একটি টকশোতে মুনিয়ার বড় বোন তানিয়া একথা বলেন।
তিনি টকশোতে বলেন, আমার বোন তানিয়াকে হত্যা করা হয়েছে। আমার বোন একজন নিষ্পাপ। আমার বোন বসুন্ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অনেক ভালোবাসতো। কিন্তু আনভীর তার সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, আমার বোন (মুনিয়া) পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, সে কিভাবে আত্মহত্যা করে।
মুনিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সে কিভাবে আত্মহত্যা করে?
গত সোমবার রাজধানীর গুলশান থেকে মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তাঁদের বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড়। ঘটনার পর বসুন্ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার সহযোগীর মামলা করেছেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া।
মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভাইরাল অডিও ক্লিপটিতে, এক ব্যক্তি এবং এক নারীর কথোপকথন শোনা যায়। সেই কথোপকথনে ৫০ লাখ টাকার কথা উঠে আসে।
আপনার মূল্যবান মতামত দিন: