অমর একুশে বই মেলা ২০২২ এ লেখক গওহর গালিবের "বেতালডাঙ্গার মিথ" নামে একটি বই প্রকাশ হয়েছে। বইটি অবসর ও প্রতীক প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বেতালডাঙ্গার মিথ তাঁর পঞ্চম গল্পগ্রন্থ,(মূল্য-১৮৫টাকা,৮০ পৃষ্ঠা)৷
বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক হিসেবে গওহর গালিবের নাম বিশেষভাবে পরিচিত৷ গওহর গালিব তাঁর লেখায় মানুষের যাপিত জীবনকে গুরুত্ব দেন সর্বাগ্রে,ফলে বিশেষ দরদে উঠে আসে প্রান্তবর্গীয় মানুষদের জীবন ও মধ্যবিত্তের সমাচার৷
বেতালডাঙ্গার মিথ সম্পর্কে গওহর গালিব জানান,
এ গ্রন্থের গল্পগুলো মূলত অফট্রাকের মানুষদের নিয়ে লেখা৷ করোনাকালে মানুষের হাজারও কষ্ট আমরা দেখেছি,কিন্তু আমাকে ভাবিয়েছে—বাধ্য হয়ে দেহবিক্রী করে যারা জীবন চালাতো তাদের কথা৷ সমাজের অচ্ছুৎ এই শ্রেণি করোনাকালে কি সংকট ও ভয়াবহ কষ্টের ভেতর দিয়ে গেছে— তারই কিছু জলছাপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘বেতালডাঙার মিথ’ গ্রন্থটির কয়েকটি গল্পে৷ এছাড়াও মোবাইল ও ফেসবুক কেন্দ্রিক আসক্তি,হঠাৎ জনপ্রিয় হওয়ার ইচ্ছাজনিত বিড়ম্বনা , কিশোর-কিশোরীদের হাজারও সংকটে অভিভাবকদের ব্যর্থতা ইত্যকার বিষয় এ গ্রন্থের গল্পগুলোতে স্থান পেয়েছে৷
গওহর গালিবের ইতঃপূর্বে প্রকাশিত গ্রন্থসমূহ-
চিত্রা প্রকাশনী থেকে: স্বদেশ সারথি(উপন্যাস) দ্বীপান্তর (উপন্যাস), শেকড়ের ঘ্রাণ(গল্পগ্রন্থ),
অগণন গল্পের স্বর(গল্পগ্রন্থ),মহাবীর আয়ান(শিশু সাহিত্য) বাবুই ও টিয়া পাখির গল্প(শিশু সাহিত্য)
শোভা প্রকাশনী থেকে চৈতন্যপুর(গল্পগ্রন্থ),
শিরীন পাবলিশার্স থেকে চেনাতে-অচিন(গল্পগ্রন্থ)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গওহর গালিব, এসবের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও বেশ সাফল্যের স্বাক্ষর রেখেছেন৷ তাঁর বেশ কয়েকটি নাটক ইতোমধ্যে সরকারি অনুদানে নির্মিত হয়েছে৷ ছাত্রবান্ধব এ শিক্ষক মনে করেন পৃথিবীর যাবতীয় অর্জনে তারুণদের ভূমিকা থাকে সর্বাগ্রে,তাই তারুণ্যের আস্থা চাই সবার আগে৷
আপনার মূল্যবান মতামত দিন: