শীর্ষেন্দু মুখোপাধ্যায়-ছবি: ছবি সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।
জানা গেছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৯ দিন ধরে অসুস্থ। ২ জানুয়ারি তিনি মালদহে বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর সর্দি–কাশিতে আক্রান্ত হন। এরপরে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তাঁর বড় কোনো সমস্যা দেখা দেয়নি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা সংস্পর্শে এলেও তাঁরা সুস্থ আছেন। তবে মেয়ের সামান্য জ্বর আছে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বয়স ৮৬ বছর। ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের বৃহত্তর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: