৮ সপ্তাহের আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া

সময় ট্রিবিউন | ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৪৮

মিথিলা ও ফারিহা-ফাইল ছবি

ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া আট সপ্তাহের আগাম জামিন জামিন পেয়েছেন।

মিথিলা ও ফারিয়ার আইনজীবী জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার হাইকোর্টে তাঁদের আইনজীবী আগাম জামিনের আবেদন করা হয়। আজ সোমবার আদালত তাঁদের দুজনকে জামিন দিয়েছেন।

জেসমিন সুলতানা বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।’

আজ বেলা সোয়া তিনটার দিকে আদালতে শুনানি হয়। এ সময় মিথিলা ও ফারিয়া আদালতে উপস্থিত ছিলেন। জামিনে থাকাকালীন পুলিশ যাতে এ দুই অভিনয়শিল্পীকে কোনো প্রকার হয়রানি না করে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন আদালত। মিথিলার পক্ষে আইনজীবী ইমতিয়াজ ফারুক ও নিয়াজ মোর্শেদ, অন্যদিকে শবনম ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী জেড আই খান পান্না ও জেসমিন সুলতানা।

গত ৪ ডিসেম্বর ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে আস্থা রেখে প্রতিষ্ঠানটি থেকে পণ্য ক্রয়ের উদ্দেশে বিনিয়োগ করেন সাদ। এ তারকাদের কারণেই তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর