৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ০৪:২৬

ছবিঃ সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরের দিকে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ তার রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মেয়র আব্বাস আলীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় আব্বাস আলীকে বোয়ালিয়া মডেল থানায় নেওয়া হবে। 

১ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকার ঈশা খাঁ হোটেল থেকে তাকে আটক করে র‌্যাব। ২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আদালতে তোলেন। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য মেয়র আব্বাসের ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। ওই দিন রিমান্ড শুনানি না করে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর