-2021-11-13-18-20-33.jpg)
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের নামে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মোতালেব হোসেন। এতে অপর আসামি হলেন, মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।
এই মামলায় আরও তিনজনের ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তারা হলেন- মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: