পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২ হাজার মামলা

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০৩:১৯

ছবিঃ সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের এজাহার নামীয় ৯৭ জন ও অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৯৭ জন ও অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা, ভাঙচুর ও নাশকতা করায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করেছে।

মামলায় এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করে হয়েছে। রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে সংঘর্ষ চলাকালীন দলটির শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক সংবাদ সম্মেলনে তিনি আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবিও জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর