প্রধান নির্বাচন কমিশনারকে আদালত অবমাননার নোটিস

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ১০:৪৫

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা-ফাইল ছবি

হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন করে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে।

নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে উচ্চ আদালতে আদালত অবমাননার আবেদন করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

দলটির সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহমান সাকির (জোনায়েদ সাকি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রবিবার (১০ অক্টোবর) এ নোটিস প্রেরণ করেন।

নোটিসে বলা হয়েছে, ২০১৮ সালে ১১ নভেম্বর দলটির সমন্বয়ক জোনায়েদ সাকির করা রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল রায় ঘোষণা করেন। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

নোটিসকারীর আইনজীবী জানান, ওই রায় পৌঁছানের পরও সিইসি সে বিষয়ে কোনও পদক্ষেপ নেননি। তাই এই নোটিস প্রেরণ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর