মুহিবুল্লাহ হত্যা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২৩:০৫

ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৩ অক্টোবর) পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শুরু হয় সকাল ১০টা থেকে। শুনানি শেষে কক্সবাজারের বিচারিক হাকিম তামান্না ফারাহ্ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।

তারা হলেন- উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং তিন নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

উল্লেখ, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর