হেফাজতের আরও দুই প্রভাবশালী নেতা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ০৪:৪২

ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে শাপলা চত্তরের নাশকতার মামলায় হেফাজতে ইসলামের আরও দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশের খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাসেমী এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইন।

এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার হলেন।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেল পাঁচটার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে কাসেমীকে এবং কাফরুল থেকে শরাফতকে গ্রেপ্তার করে ডিবির একাধিক দল। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর