হেফাজত নেতা কোরবান আলী কাসেমী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২১ এপ্রিল ২০২১, ০৩:১৮

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী-ফাইল ছবি

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের সহিংসতার মামলায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে তাঁর বাসাবোর বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গ্রেফতারের বিষয়টি ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে হেফাজতে ইসলামের ১০ নেতা গ্রেপ্তার হলেন। এর আগে গত রোববার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশের তেজগাঁও বিভাগ



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর