ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ১৯:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার হোসেন-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে তাকে একটি গাড়িতে করে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, আখতারকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে শাহবাগ থানায় তার নামে যে মামলা রয়েছে, সে মামলায় গ্রেপ্তার করা হয়নি। অন্য কোনো মামলায় গ্রেপ্তার হয়েছে।

শাহবাগ থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি জানালেও ডিবির কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর